বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীন ৯টি ক্যাগরিতে বিভিন্ন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি, আবেদনের নিয়মাতবলি সহ বিস্তারিত তথ্য।
বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বাংরাদেশ শিশু একাডেমির রাজস্বখাতভূক্ত বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদে অস্থায়ী নিয়োগের নিমিত্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের প্রক্রিয়া অনলাইন। বিজ্ঞপ্তিটি ১ জুন ২০২৩ প্রকাশিত হয়েছে।৯টি ক্যাটাগরিতে শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞারিত
নিয়োগকারী কর্তৃপক্ষ | বাংলাদেশ শিশু একাডেমি |
চাকরির ধরন | সরকারি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৬ জুন২০২৩ |
ক্যাটাগরি ভিত্তিক পদ | ৯টি |
শূন্য পদের সংখ্যা | মূল বিজ্ঞপ্তি দেখুন |
আবেদনের যোগ্যতা | মূল বিজ্ঞপ্তি দেখুন |
আবেদনের জেলা | ১৮-৩০ বছর |
আবেদন প্রক্রিয়া | অনলাইনে |
আবেদন শুরুর তারিখ | মূল বিজ্ঞপ্তি দেখুন |
আবেদন এর শেষ তারিখ | মূল বিজ্ঞপ্তি দেখুন |
আবেদন ফি কত | মূল বিজ্ঞপ্তি দেখুন |
আমাদের ওয়েবসাইট | https://jobs.tapashkumar.com/ |
আবেদন লিংক | http://www.shishuacademy.gov.bd/ |
ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি টাকা প্রেরণের নিয়মাবলি
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথ ভাবে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন পত্র সাবমিট সম্পন্ন করলে কম্পিউটারে অথবা মোবাইল এ ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন ফি পেমেন্ট এর জন্য আপনাকে টেলিটক মোবাইল সিম অপারেটর থেকে দুটি এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম SMS: SHISHUACADEMY <space> User ID লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।
Example: SHISHUACADEMY BHNJN1
প্রথম এসএমএস সম্পন্ন হলে আপনাকে একটি ফিরতি পিন নম্বর সহ এসএমএস প্রদান করা হবে।
দ্বিতীয় SMS: SHISHUACADEMY <space> YES <space> PIN লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।
যদি এ বিষয়ে কোন পরামর্শ ও জানার প্রয়োজন হয তাহলে আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।