বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (shishuacademy নতুন নিয়োগ)

বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীন ৯টি ক্যাগরিতে বিভিন্ন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি, আবেদনের নিয়মাতবলি সহ বিস্তারিত তথ্য।

বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বাংরাদেশ শিশু একাডেমির রাজস্বখাতভূক্ত বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদে অস্থায়ী নিয়োগের নিমিত্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের প্রক্রিয়া অনলাইন। বিজ্ঞপ্তিটি ১ জুন ২০২৩ প্রকাশিত হয়েছে। 

৯টি ক্যাটাগরিতে শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞারিত

নিয়োগকারী কর্তৃপক্ষবাংলাদেশ শিশু একাডেমি
চাকরির ধরনসরকারি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৬ জুন২০২৩
ক্যাটাগরি ভিত্তিক পদ৯টি
শূন্য পদের সংখ্যামূল বিজ্ঞপ্তি দেখুন 
আবেদনের যোগ্যতামূল বিজ্ঞপ্তি দেখুন 
আবেদনের জেলা১৮-৩০ বছর
আবেদন প্রক্রিয়াঅনলাইনে
আবেদন শুরুর তারিখমূল বিজ্ঞপ্তি দেখুন 
আবেদন এর শেষ তারিখমূল বিজ্ঞপ্তি দেখুন 
আবেদন ফি কতমূল বিজ্ঞপ্তি দেখুন 
আমাদের ওয়েবসাইটhttps://jobs.tapashkumar.com/
আবেদন লিংকhttp://www.shishuacademy.gov.bd/


ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি টাকা প্রেরণের নিয়মাবলি

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথ ভাবে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন পত্র সাবমিট সম্পন্ন করলে কম্পিউটারে অথবা মোবাইল এ ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন ফি পেমেন্ট এর জন্য আপনাকে টেলিটক মোবাইল সিম অপারেটর থেকে দুটি এসএমএস প্রেরণ করতে হবে। 
প্রথম SMS: SHISHUACADEMY <space> User ID লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। 
Example: SHISHUACADEMY BHNJN1 

প্রথম এসএমএস সম্পন্ন হলে আপনাকে একটি ফিরতি পিন নম্বর সহ এসএমএস প্রদান করা হবে। 

দ্বিতীয় SMS: SHISHUACADEMY <space> YES <space> PIN লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। 

যদি  এ বিষয়ে কোন পরামর্শ ও জানার প্রয়োজন হয তাহলে আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। 

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad