ব্লগার ওয়েবসাইটে (HTML Sitemap) পেজ তৈরি করবেন যেভাবে

ব্লগারে কিভাবে Html সাইটম্যাপ যুক্ত করবেন ? এটাই ভাবছেন তো। তাহলে এই পোস্টটি আপনার জন্যই। 

সাইটম্যাপ (Sitemap) কি?

সাইটম্যাপ (Sitemap) কি এটা আসলে যারা ব্লগিং করেন অথবা ওয়েব সার্ভার নিয়ে কাজ করেন তাদের জন্য অজানা তেমন  কিছু নয়। তবে হ্যা যারা নতুন তাদের জন্য অজানা থাকতেই পারে। সংক্ষেপে বলতে গেলে সাইটম্যাপ (Sitemap) হচ্ছে সার্চ ইঞ্জিনের দিক নির্দেশক। অথাৎ সাইটম্যাপ (Sitemap) মূলত সার্চ ইঞ্জিন কে বলে দেয় যে কোন ওয়েব সাইট এর  কোথায় কি আছে। যেমন- কোথায় কোথায় কি পোস্ট অথাৎ ডাটা আছে। এক কথায় বলতে গেলে সাইটম্যাপ (Sitemap) কে কোন ওয়েবসাইট এর মানচিত্রও বলা যেতে পারে। 


XML এবং Html সাইটম্যাপ: 

XML সাইটম্যাপ হলো মূলত গুগল ব্লগারের (Google Blogger) / Blogspot এ তৈরিকৃত কোন ওয়েবসাইট অথবা ব্লগ এর মানচিত্র। যা যে কোন সার্চ ইঞ্জিন কে বলে দেবে যে এই ওয়েবসাইট এর কোথায় কি আছে। 

আর Html সাইটম্যাপ হলো কোন ওয়েবসাইট এর সকল তথ্যের সংক্ষিপ্ত রুপ। অথাৎ কোন ব্লগ/ওয়েবসাইট এর সকল পোস্ট/ডাটা একত্রিত করে কোন একটি পেজ অথবা জায়গায় প্রকাশ করা। যা ওই ওয়েবসাইট এর ভিজিটরকে কোন কিছু খুজে পেতে সহায়তা করে থাকে। 

ব্লগারে Html সাইটম্যাপ পেজ তৈরি করবেন কিভাবে?

কোন ব্লগ/ওয়েবাইট এ কিভাবে Html সাইটম্যাপ তৈরি করবেন চলুন দেখে নেই। Wordpress অথবা অন্যান্য সিএমএস প্লাটফর্মে বিভিন্ন ভাবে সাইটম্যাপ তৈরি করা যায়। এবার আমরা দেখবো google blogger (Blogspot) এ কিভাবে Html সাইটম্যাপ তৈরি করতে পারি। 

ব্লগারে Html সাইটম্যাপ তৈরি করার জন্য প্রথমে ব্লগস্পটটি লগিন করতে হবে। এরপর Sitemap নামে একটি নতুন পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার পর নিচের কোডগুলো কপি করে পেজ বডিতে Html অপশনে Past করতে হবে। 

<div id="bp_toc">

</div>

<script src='http://sajidblue.xtgem.com/sitemap.js'  type="text/javascript"></script>

<script src="/feeds/posts/summary?alt=json-in-script&amp;max-results=9999&amp;callback=loadtoc" type="text/javascript"></script>


<style>

/* Sitemap plugin By MyBloggerLab */

#bp_toc {

    color: #000000;

    margin: 0 auto;

    padding: 0;

    border: 1px solid #d2d2d2;

    float: left;

    width: 100%;

}

span.toc-note {

    display: none;

}

#bp_toc tr:nth-child(2n) {

    background: #f5f5f5;

}

td.toc-entry-col1 a {

    font-weight: bold;

    font-size: 14px;

}

.toc-header-col1,

.toc-header-col2,

.toc-header-col3  {

background:#2C3852;

}

.toc-header-col1 {

    padding: 10px;

    width: 250px;

}

.toc-header-col2 {

    padding: 10px;

    width: 75px;

}

.toc-header-col3 {

    padding: 10px;

    width: 125px;

}

.toc-header-col1 a:link,

.toc-header-col1 a:visited,

.toc-header-col2 a:link,

.toc-header-col2 a:visited,

.toc-header-col3 a:link,

.toc-header-col3 a:visited {

    font-size: 13px;

    text-decoration: none;

    color: #fff;

    font-weight: 700;

    letter-spacing: 0.5px;

}

.toc-header-col1 a:hover,

.toc-header-col2 a:hover,

.toc-header-col3 a:hover {

    text-decoration: none;

}

.toc-entry-col1,

.toc-entry-col2,

.toc-entry-col3 {

    padding: 5px;

    padding-left: 5px;

    font-size: 12px;

}

.toc-entry-col1 a,

.toc-entry-col2 a,

.toc-entry-col3 a {

    color: #000000;

    font-size: 13px;

    text-decoration: none

}

.toc-entry-col1 a:hover,

.toc-entry-col2 a:hover,

.toc-entry-col3 a:hover {

    text-decoration:underline;

}

#bp_toc table {

    width: 100%;

    margin: 0 auto;

    counter-reset: rowNumber;

}

.toc-entry-col1 {

    counter-increment: rowNumber;

}

#bp_toc table tr td.toc-entry-col1:first-child::before {

    content: counter(rowNumber);

    min-width: 1em;

       min-height: 3em;

    float: left;

    border-right: 1px solid #fff;

    text-align: center;

    padding: 0px 11px 1px 6px;

    margin-right: 15px;

}

td.toc-entry-col2 {

    text-align: center;

}</style>


কোডগুলো কপি করার পর ডান পার্শ্বে র পেজ সেটিং এ কিছু সেটিং অনুসরণ করতে হবে। পেজটি নিম্নোক্ত চিত্রে দেখানো ধাপগুলো অনুসরণ করে সম্পন্ন করতে হবে। 

এবার কাজ শেষ। এবার পেজটি পাবলিশ বাটনে প্রেস করে পাবলিশ করে ফেলুন। এরপর আপনার তৈরিকৃত সাইটম্যাপ পেজটি নিজের ইচ্ছেমত যে কোন স্থানে  অখবা আইকনে প্রকাশ করুণ। সাইটম্যাপ পেজটি রিলোড দিয়ে দেখুন আপনার Sitemap নামজ একটি মাত্র পেজে ব্লগের সমুদয় তথ্য সংক্ষিপ্তে আকারে প্রকাশ করেছে। এভাই তৈরি করতে হয় ব্লগের Html সাইটম্যাপ। পোস্টটি পড়ে বুঝতে কোন সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যাটি অথবা মতামতটি প্রকাশ করতে পারেন। 

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad