বাংলালিংক নাম্বার চেক করার কোড ও উপায় (দুটি পদ্ধতিতে)

বাংলালিংক হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্থানে থাকা একটি বৃহৎ মোবাইল সিম অপারেটর কোম্পানী। বর্তমান প্রযুক্তির যুগে প্রায় ৭০% মানুষই মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে বেশিরভাগ জনই একাধিক সিম কোম্পানীর সিম কার্ড ব্যবহার করেন। অনেকেই আছেন অন্যান্য দেশীয় সিম অথবা অন্য যে কোন কোম্পানীর সিম ব্যবহার করেন, পাশাপাশি একটি বাংলালিংক সিম কার্ডও ব্যবহার করেন। অনেক সময় এই সিমকার্ড বন্ধ থাকার কারণে উক্ত সিম কার্ড এর নাম্বার আমরা ভুলে যাই। তখন আমড়া বিড়ম্বনায় পড়ে যাই এবং অনেক অসুবিধার সম্মুখিন হই। আজকের এই পোস্ট এর মাধ্যমে আমরা জানবো পুরানো বা বন্ধ সিম অথবা ভুলে যাওয়া বাংলালিংক সিম কার্ড এর নম্বর আমরা কিভাবে দেখতে পারি। 


বাংলালিংক নাম্বার চেক

আপনারা  যারা বাংলালিংক নাম্বার ব্যবহার করেন তারা দুটি পদ্ধতিতে বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন। তার একটি হচ্ছে ডায়েল কোড এবং অন্যটি হচ্ছে কল দিয়ে। ডায়েল কোড এবং কল দিলে দুটি উপায়েই বাংলালিংক নাম্বার চেক করা যাবে। কিভাবে আপনি ডায়েল কোড ও কল দিয়ে নাম্বার চেক করতে পারবেন তা নিচে আলোচনা করা হলো।

বাংলালিংক নাম্বার চেক করার কোড

বাংলালিংক নাম্বার চেক করার যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো কোড ডায়েল করা। কোড ডায়েল করার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন। বাংলালিংক নাম্বার চেক করার কোড হচ্ছে 511. 

কোড ডায়েল করে যদি আপনি আপনার বাংলালিংক নাম্বার দেখতে চান তাহলে আপনি আপনার মোবাইল এর কল ইন্টারফেস এ গিয়ে *511# ডায়েল করুন। এরপর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস এ আপনার নিজের বাংলালিংক নাম্বার দেখানো হবে। 

অন্য দিকে আপনি যদি ডায়েল কোড না জানেন তাহলেও আপনি ইচ্ছে করলে অন্য উপায়েও আপনার বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার পরিচিত বা নিকটস্থ কোন মোবাইল ফোন নম্বর এ তার নাম্বারটি ডায়েল করে কল দিতে হবে। আপনি যখন অন্য একটি মোবাইল ফোন এ কল দিবেন তখন আপনার নম্বরটি সেখানে চলে যাবে এবং আপনি সেখান থেকে আপনার নাম্বার টি দেখে নিতে পারবেন। 

বাংলালিংক নাম্বার চেক করার উপায়

উপরে আলোচিত দুটি পদ্ধতি ছাড়াও আপনি অন্য আরেকটি পদ্ধতিতে বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন। এ পদ্ধতিতে আপনার একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন লাগবে। ধরুণ আপনি একটি স্মাটফোন ব্যবহার করেন।এবার আপনি যদি আপনার ফোনে বাংলালিংক সিম কার্ড ব্যবহার করেন তাহলে আপনি বাংলালিংক অ্যাপস ব্যবহার কেরতে পারেন। আপনি যখন বাংলালিংক অ্যাপস ব্যবহার করবেন তখন অ্যাপস এর উপরের দিকে নিজের নাম্বার শো করানোর একটা ইন্টারফেস থাকবে। সেখান থেকেও আপনি আপনার বাংলালিংক নাম্বার দেখতে পারবেন। 

বাংলালিংক ব্যালেন্স চেক কোড

ডায়াল কোড এর মাধ্যমে বাংলালিংক এর ব্যালেন্স চেক করতে চাইলে মোবাইল এর ডায়েল অপশনে গিয়ে *124# ডায়েল করতে হবে। *124# কোড ডায়েল করলে কিছুক্ষণের মধ্যেই নতুন একটা ইন্টারফেস এ আপনার ব্যালেন্স দেখানো  হবে। 

বাংলালিংক এর এমবি চেক

আমরা কম বেশি অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করে থাকি। ডায়েল কোডে বাংলালিংক এর এমবি চেক করতে আপনাকে মোবাইল ফোন এর ডায়েল অপশনে গিয়ে *500*500# ডায়েল কেরতে হবে। আপনি *500*500# ডায়েল করলে একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার বাংলালিংক এর এমবি দেখানো হবে। 

বাংলালিংক মিনিট চেক

বাংলালিংক যারা ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই কথা বলার জন্য মিনিট প্যাক কিনে থাকি। ধরুন আপনি একটি মিনিট প্যাক কিনেছেন। মিনিট প্যাক কেনার পর বেশ কিছুক্ষণ কথাও বলেছেন। এবার আপনি কিভাবে জানবেন আপনার বাংলালিংক এ আর কত মিনিট আছে। হ্যা অবশ্যই জানা দরকার। বাংলালিংক এর মিনিট চেক করার জন্য আপনার মোবাইল ফোন এর ডায়েল অপশনে গিয়ে *121*100# কোডে ডায়েল করুণ। তাহলে নতুন ইন্টারফেস এ আপনার অবশিষ্ট মিনিট এর পরিমাণ দেখিয়ে দেওয়া হবে। 

পরিশেষে বলবো আপনি যদি আপনার বাংলালিংক নাম্বার ভুলে গিয়ে থাকেন তাহলে উপরোক্ত ডায়েল কোডটি ব্যবহার করে আপনি আপনার বাংলালিংক মোবাইল নাম্বারটি দেখতে পারেন। এছাড়াও আলোচিত তথ্য অনুসরণ করে আপনি বাংলালিংক এর ব্যালেন্স চেক, বাংলালিংক এর এমবি চেক এবং মিনিটও চেক করে  নিতে পারেন।

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad