প্রযুক্তি বিশ্বকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। এখন চাইলেই অনলাইনে ঘরে বসে অনেক কিছুই সম্পন্ন করা যায়। তেমনি চাইলে আপনি ঘরে বসেই ডাক্তার এর সাথে কথা বলতে পারেন তাও আবার খুবই অল্প খরচে। শুধু দেশ নয় বাহিরের দেশের ডাক্তারের সহিও কথা বলতে পারেন। আজকে আমি তেমনি কিছু মোবাইল অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব যেগুলো সত্যিই বৈশ্বিক করোনা মহামারীতে খুবই ভালো সেবা দান করে আসছে।
অনলাইনে ডাক্তারের সাথে যোগাযোগের জয়প্রিয় অ্যাপস
- DocTime
- Maya
- SeekMed
- Connect Doctor
- Docsapp
Doctime Doctor Apps
ডকটাইম হলো অনলাইন ডাক্তারী সেবার একটি জনপ্রিয় মোবাইল এ্যনড্রইড অ্যাপ। বর্তমানে অ্যাপটি অসংখ্য মানুষ ব্যবহার করছে। Doctime এ সেবা গ্রহণ করতে আপনাকে প্রথমে অ্যাপটি আপনার মোবাইল ফোন এ ইন্সস্টল করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সস্টল করতে হবে। অ্যাপটি ইন্সস্টল হয়ে গেলে এবার আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার জন্য আপনার একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে। সাইপআপ অপশন হতে আপনাকে প্রথমে সাইনআপ করতে হবে। এরপর আপনার ব্যবহৃত পাসওয়ার্ড দিয়ে লগিন করে আপনার চাহিদা বা চাহিত সেবা অনুযায়ী ডাক্তার পছন্দ করে ভিডিও েএর জন্য প্রয়োজনীয় ফি প্রদান সাপেক্ষে নির্ধারিত সময়ে আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন। অনেক সময় দেখা যায় ঘরের বাইরে যাওয়া সম্ভব না অথচ ডাক্তারের পরামর্শ বিশেষ প্রয়োজন এরকম সময়গুলোতে এই ধরনের ডাক্তারী সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Maya Doctor Apps
এটিও ডাক্তারী সেবার আরেকটি জনপ্রিয় অ্যাপ। দিন রাত ২৪ ঘন্টাই এই অ্যাপ সেবা প্রদান করে থাকে। প্রথমে আপনি গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ইন্সস্টল করুন। তারপর পূর্বের নিয়মে প্রথমে সাইনআপ করুন। এই অ্যাপটিতে চাইলে আপনি ফি সেবাও নিতে পারেন। আবার ফি প্রদান সাপেক্ষেও সেবা গ্রহণ করতে পারেন। এখানে অল্প থেকে শুরু করে বড় আকারের মেম্বার প্যাকেজও বিদ্যমান রয়েছে। ফ্রি ছাড়াও এখানে আলাদা প্রশ্ন, জিজ্ঞাসার একটি প্যানেল রয়েছে। আপনি চাইলে এখানে আপনার রোগ সম্পর্কে যা জানতে ইচ্ছুক তাহা লিখে ফিতে প্রশ্ন করতে পারেন। পরবর্তীতে একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনার প্রশ্নের উত্তর দিবে। অনেক সময় দেখা যায় রোগটা খুবই সামান্য কিন্তু সেই বিষয়ে জানার আগ্রহটা বা প্রযোজন অনেক। এ ধরনের বিষয়গুলো আপনি এখানে ফিতে জানতে পারেন। আবার আপনি চাইলে একজন ভালো কনসালটেন্ট এর সাথে ফি প্রদান সাপেক্ষে সরাসরি আপনিও পরামর্শ নিতে পারেন। Maya Doctor Healthy Apps টি কনসালটেন্ট ছাড়াও Maya Shop নামে আলাদা আরেকটা ক্যাটাগরি বিদ্যমান আছে। যেখানে থেকে আপনি আপনার প্রয়োজনীয় বেশকিছু মেডিসিন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনেক জিনিস ক্রয়ও করতে পারবেন।
SeekMed Doctor Consultant
এই অ্যাপটি মূলত ইন্ডিয়ান ডাক্তার দেখানোর সবচেয়ে ভালো অ্যাপ বলে জানা গেছে। বৈশ্বিক করোনা মহামারীতে অনেক রোগিই আছেন যাহারা এখন তাদের ডাক্তারের সাথে দেখা করতে পারছেন না বা যোগাযোগ করতে পারছেন না। এই অ্যাপটি সেই সকল রোগীদের তাদের হাতের মুঠোয় সেবাটি পৌছে দিচ্ছে। চাইলে আপনিও বাংলাদেশে বসেও এই অ্যাপটির মাধ্যমে ইন্ডিয়ান ডাক্তারের সহিত ঘরে বসে ডাক্তারী সেবা গ্রহণ করতে পারেন। এতে যেমন আপনার খরচাও অনেক কমবে তেমনি আপনি খুবই অল্প সময়ে সেবাটি গ্রহণ করতে পারবেন। অ্যাপটি ইন্সস্টল করতে আপনাকে গুগল প্লেস্টোর এর ভিজিট করতে হবে।
Connect Doctor
কানেক্ট ডক্টর অ্যাপটি একটি ইন্ডিয়ান ডক্টর কারেন্টেড অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমেও আপনি ইন্ডিয়ান ডক্টর সহ আরো অন্যান্য দেশেরও বেশ কিছু ডাক্তারের সাথে অনলাইনে সিরিয়াল নিয়ে ঘরে বসে ডাক্টারী সেবা গ্রহণ করতে পারবেন। তবে এর জন্য আপনার ফি প্রদান করতে হবে। এই সেবা গ্রহণ করার জন্য আপনা কে অ্যাপটি আপনার মোবাইল ফোনে চালু করার পর সিরিয়াল গ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আপনি তাদের অফিসিয়ালি ওয়েব পোর্টাল ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন। চাইলে আপনার জিজ্ঞাসাগুলো লাইভ চ্যাট এর মাধ্যমেও জানতে পারবেন।
Docapp Online Doctor Consultant
এই অ্যাপটি বর্তমানে প্রায় এক ক্ষ মানুষ ব্যবহার করছে এবং আপ্যটির রেটিংও বেশ ভালো। এই অ্যাপ্লিকেশনটিও সপ্তাহে ৭ দিন এবং দিন রাত ২৪ ঘন্টা সেবা প্রদান করে থাকে। প্রথমে আপনি অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইন্সস্টল করুন। তারপর আপনি আপনার তথ্য দিয়ে একটি ব্যবহারকারী প্রোফাইল তৈরি করুণ। এবার আপনি আপনার পরামর্শের ধরণ অনুযায়ী কনসালটেন্ট বাছাই করুণ। বাছাই করার পর নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আপনার সিরিয়াল গ্রহণ করুণ। আপনার সিরিয়াল অনুযায়ী মোবাইল ফোন এর মাধ্যমে নির্ধারিত লিংক এ জয়েন হওয়ার মাধ্যমে ডাক্তারের সাথে বিস্তারিত আলোচনা সম্পন্ন করুণ। প্রয়োজন বোধে আপনি আপনার প্রেসকিপশন ডাউনলোড করুণ এবং সে অনুযায়ী মেডিসিন গ্রহণ করুণ।
উপরোক্ত অ্যাপগুলো বেশ ভালই সেবা প্রদান করে চলেছে। বৈশ্বিক করোনা মহামারীতে ঘরের বাইরে ঘোরাফেরা না করে বাড়িতেই স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করাই শ্রেয়। তারপরও অসুস্থতা বলে কয়ে আসে না। অনেক সময় আপনি অসুস্থ বা আপনার পরিবারের অন্য কেও অসুস্থবোধ করতে পারে। অসুস্থবোধ এর জন্যই আমাদের ডাক্তারের প্রয়োজন। আমাদের অনেককেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাত করি। চাইলেই হাতের কাছে ভালো ডাক্তার পাওয়া সম্ভব নয়। আবার অনেকেই আছেন যিনারা খুব বেশি জার্নি করতে পারেন না। মূলত এই সকল মানুষ এর জন্য এই ধরনের সেবাগুলো খুব বেশি কাজে লাগে। তবে উপরোক্ত অ্যাপগুলো যদি ভবিষ্যতে তাদের সেবার মান আরো বৃদ্ধি করে বা চালু রাখে আশারাখি তাহা অবশ্যই মানুষের কল্যাণের জন্য ভালো হবে। তবে উক্ত অ্যাপগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই আমাদের প্রত্যেকের অ্যাপগুলোর গোপনীয় নীতিমালো পড়ে তারপরই ব্যবহার করা উচিত। উল্লেখ্য এই অ্যাপগুলো থেকে সেবা গ্রহণের সময় অবশ্যই আপনি আপনার সমস্যাগুলো যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে খুলে বলুন। তবেই আপনাকে ভালো পরামর্শ প্রদান করতে পারবে।